মন বলাকার নিঃসঙ্গ সঙ্গী
বিজয় কুমার দাস
মন বৃষ্টি
হতে চেয়েছিল।
গ্রীষ্মের
প্রচণ্ড তাপপ্রবাহ থেকে পরম প্রশান্তি আনয়নের জন্য নয়,
একটি গোলাপ কলিকে
তার দেহের সঙ্গে নাড়ীর বন্ধন রক্ষার্থে;
সে গোলাপ কিন্তু
ঝরে গেল ফুল হয়ে ফোটার আগেই.........
বারিধারার
আবির্ভাবের আগেই...............
দাঁড়িয়ে
রয়েছে একপায়ে একটা বিষণ্ণ অশীতিপর অনুত্তুঙ্গ খেজুর গাছ
তার জীর্ণ
জটাভারের দীনতা নাগাসন্নাসীর ত্যাগের চেয়েও রিক্ত,
আপাদমস্তক
ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় বিষাদপূর্ণ জীবনের বাণী।
তার চোখের
ছানিপড়া দৃষ্টিতে ওপারের সাদাকালো ফ্রেমের ধোঁয়াশা
হয়তো বা তার
চোখের জলে সবই আবছায়া- ধূসর- আলেয়া...............
শ্বেতশুভ্র
বকটা পারত ঐ লাফিয়ে ওঠা মাছটার টুঁটি টিপে ধরতে,
কিন্তু তার
মধ্যের শুভ্রতাও কি ধরা দেয় বিষণ্ণতা রূপে? ..................
জানি হয়তো
কোনোদিন রঙ্গমঞ্চে আবির্ভূত হতে চায়নি সে,
তবে কি তার
চাওয়া পাওয়ার কোনো গণ্ডী নেই? ........................
স্বর্ণাভ
আকাশে এই যে বিভিন্ন রঙের কালিছেটানো ঘুড়িটা গোঁত্তা খেল
তার মধ্যে
নেই প্রজাপতির সেই প্রফুল্লতার দোদুল্যমন্যতা .....................
সেটাই
বাস্তব বলে ভাবতে বোধহয় শেখেনি সে,
অন্ধকার
প্রাচীরের অন্তরাল হতে আলোকবৃত্তের মঞ্চের দর্শন
সেটাই বোধহয়
ভবিতব্য।
----------------
© Bijoy Kr Das. All
Rights Reserved.
No comments:
Post a Comment