মায়া ( চতুর্দশপদী কবিতা )
বিজয় কুমার দাসঅস্তগামী ভানুপ্রভা দিকচক্রবালে,
নিশিথের
শশীকলা শোভে নভঃস্থলে।
অতিতুঙ্গ
শুভ্র সুধবল শৃঙ্গ শিরে।
জলপ্রপাতে
সফেদ ফেনিল সঙ্কেতে,
কল্লোলিনী
তীরে কুসুমমঞ্জরী যেথা,
প্রফুল্ল
বকুল সিহরিত সমীরণে,
কুসুমাদির
রম্য পরিমল পবনে,
একাকিনী
অধিষ্ঠান কোন্ মায়াবলে?
তন্দ্রিমাময়
আঁখিযুগলের সঙ্কেতে,
বন্ধনার্থে
উদ্যত কোন্ মায়ার ছলে?
নিস্তব্ধ
নিশীথ চন্দ্রিমাময় এ তটে।
মানবী
হৃদয় মায়ার বন্ধন হতে
অধরা
রহিবে কি এই মাহেন্দ্রক্ষণে?
পাথেয়
পথভোলা দিক্ভ্রান্ত নেশাতে।
.
© Bijoy Kr Das. All
Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.
.