Showing posts with label প্রশ্নচিহ্ন ও বিস্ময়বোধক চিহ্ন. Show all posts
Showing posts with label প্রশ্নচিহ্ন ও বিস্ময়বোধক চিহ্ন. Show all posts

Sunday, September 29, 2013

প্রশ্নচিহ্ন ও বিস্ময়বোধক চিহ্ন

প্রশ্নচিহ্ন ও বিস্ময়বোধক চিহ্ন
বিজয় কুমার দাস

তিনতারা হোটেল
বাবুদের আনাগোনা।
ড্যান্সবারে উদ্দাম শ্যাম্পেনসুরভী,
নিরাবরণ দেহে লাস্যনৃত্য
প্রতিটি গোপন অঙ্গে ঢেউতোলা আহ্বান .........
“এসো এসো আরও ভিতরে এসো,
ভ্রমরার মতো পান করো নির্যাস”।

শুনেছিল ঐ সব ডাক পঞ্চু একদিন...
সেও চেয়েছিল ঐ রকমই জীবন ;
ড্রাগ পাচার করে পেয়েছিল কিছু টাকা
বঁধু পরিকে নিয়ে ভীড় জমিয়েছিল
সেই কামোচ্ছল ড্যান্সবারে,
গিলেছিল অমৃত শ্যাম্পেনসুধা।

বেহুঁশ পঞ্চু পড়ে রইল পচা আস্তাকুড়ের মতো,
আর, এক বাবু যৌবনোচ্ছল পরিকে
নিয়ে যায় এক কামরায় ;
সস্তা দেহটা দামী বিছানায় ফেলে
আস্বাদন করে সমস্ত অঙ্গের স্বাদ !
প্রথমে বাধা দেওয়ার চেষ্টা,
ফলস্বরূপ সারা দেহে দাঁতের দংশন !
যোনিতে শুধু ইন্দ্রিয় চালনা করেই ক্ষান্ত হয়নি,
আরও আরও কিছু !
অসহ্য যন্ত্রণায় লুটিয়ে পড়লো অষ্টাদশী পরি !
ঝরে গেল একটি কুসুমকলি,
যে ভাবে আজও ঝরে যায় কতশত নিষ্পাপ কলি।
আর, স্থান পেল স্নানঘরের ভেতর
এক ক্ষতবিক্ষত ‘বডি’ রূপে।

পরের দিনের ছবি ---
পঞ্চু পুলিশের ভ্যানে ...
ফ্যাকাসে মুখে শুধু ‘ ? ’
এবং ‘ ! ’ .....................
          -----------




© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.