কবিতার টানে
বিজয় কুমার দাস
কাব্য আজিকে লইয়াছে বিদায়
জানায়ে যায়নি কিছু ;
ফিরিবে
কিনা তাও জানা নাই
অকুল
শোকে শুধু হায় হায় !
মরিতে
চেয়েও মরা হয় নাই,
হয়তো ছাড়েনি পিছু।
তাই আজ আবার লিখিতে বসিনু
কলম
লইয়া হাতে ;
বর্ণের পর বর্ণ বসায়ে
শব্দের সাথে সখ্য পাতায়ে,
লিখিলাম আমি ছন্দ মিলায়ে,
সুরও
দিলাম তাতে।
সবই আজ লিখিত পুরাণ
নতুন
নেই তো কিছু,
তবু কেন ভাই
বলে ফিরে আয় ;
ছাড়িতে
না চায়,
কেবলই
লভিতে চাহে পিছু।
© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.