Showing posts with label লোলুপ জিহ্বা. Show all posts
Showing posts with label লোলুপ জিহ্বা. Show all posts

Sunday, July 22, 2012

লোলুপ জিহ্বা

লোলুপ জিহ্বা
বিজয় কুমার দাস

টিলার কোলে আদিবাসী অধ্যুষিত
প্রত্যন্ত চিলতে এক গ্রাম।
কুসংস্কার রচিত পিদিমের কালো আলোর
লোলুপ জিহ্বায় কালিমাচর্চিত
অসভ্যতা- নগ্নতা- পাশবিকতা।
ধূলি-ধূসরিত চড়াই উৎরাই-এর সারি।
তারই এক বাঁকে পানসে চালাঘর,
যেখানে থাকত ঝিন্দি একাকী বন্দী।
সে নাকি ডাইনী !
তাই তার এই পরিণতি।
পরিণতিটা ছোট্ট চালাঘরে সীমাবদ্ধ নয়, ব্যাপ্ত .........
নগ্ন করে - মাথা মুড়িয়ে - মুখে চুনকালি লেপে
ঘোরানো হয় গোটা গাঁ।
সকলে তাকে দেখে আর থুতু ছেটায়।
গাঁয়ের মোড়লেরা চড়াও হয় দেহ মৈথুনে।
তার দেহ ভক্ষণ করে, ঢেঁকুর তোলে পরম তৃপ্তির। 
অবশেষে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।

শান্তি পায় ঝিন্দি।
চরম লাঞ্ছনা - অপমান - অত্যাচার থেকে
চিরকালীন শান্তি।

ধিক্‌ ! সমাজ
ধিক্‌ !!! 



© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.