Friday, April 13, 2012

আলো

আলো
বিজয় কুমার দাস

ও ফ্যারাও!
পারো না কি এই সভ্যতাকে (সভ্যতা নাকি অসভ্যতা!)
মমি বানাতে।
কুকর্ম জাতপাত ধর্ম বর্ণ দলাদলি
হোক মমির কফিন।
পিরামিডে সমাধিস্থ থাকুক নগ্নতা।
নীলনদে বিলীন হোক কালিমা।

The Book of Dead-এর মন্ত্রোচ্চারণে
পুনরুত্থান করুক এক
হীরকজ্যোতিৎসারিত প্রকৃত সভ্যতা।





© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.



No comments:

Post a Comment