Showing posts with label রেস. Show all posts
Showing posts with label রেস. Show all posts

Thursday, November 14, 2013

রেস

রেস
বিজয় কুমার দাস
(হাজরা রোডের মেসে থাকতেন ঘোড়াবাবু।
ঐ নামেই পরিচিত ছিলেন তিনি
আমাদের মেসে।
ডায়েরীর পাতা থেকে এই গল্প।)

আজ শনিবার
কর্মাবসরের পর অকৃতদারের
দিবা-দৈর্ঘ্য আলোকবর্ষ সম্প্রসারণ,
রবারের জিনিস তো নয়
শৈথিল্যে কমে না।

যেমন কমে না ত্যাঁদড় স্মৃতি।

শব্দছকের চু-কিত্‌-কিত্‌
বোকাবাক্সের বক-বকম
অথবা চুকলি কাটা।  

বিতত বিতংস নাকি
প্রতত প্রপঞ্চ ...

অভিমন্যু অভিরূপ অভিষ্যন্দ
চক্রব্যূহ ! নাহ্‌
খাঁজকাটা করাত লিপিহন্তা শঙ্খরূপ

মহাভারত-রামায়ণ-গীতা-পুরাণ-বাইবেল-কোরান
এই একই বইতে,
রোজই পাতা ওলটাই –
ছত্রাক জমা রেটিনা আর
চশমার কাঁচের কৌলীন্যে

ঘোড়সওয়ার আর হ্রেষা
নিদারুণ বারবেলায়,
পকেটের দফা-রফা !
ওড়াই হরি লুটের বাতাসা ......



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.