যা eচ্ছে তাe

দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
দুই অয়ণ - উত্তরায়ণ, দক্ষিণায়ণ।
ত্রি ভুবন  স্বর্গ, মর্ত, পাতাল।
ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর । 
ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।
ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
ত্রিনেত্র - বামনেত্র, ডাননেত্র, জ্ঞাননেত্র। 
ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।
ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।
ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।
ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।
ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।
ত্রিমাত্রা -- দৈর্ঘ্য, প্রস্থ, ও বেধ।
ত্রিগুণ -- সত্ত্ব, রজঃ, ও তমঃ।
ত্রিপাপ -- অতিপাতক, উপপাতক, ও মহাপাতক।
ত্রিপণ্ড --  ধর্ম, অর্থ, ও মোক্ষ।
ত্রিদোষ -- বাত, পিত্ত, কফ
ত্রিতাপ --

আধ্যাত্মিক, আধিদৈবিক, ও আধিভৌতিক
গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।
চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
চার প্রকার তাস--

ইস্কাপন, হরতন, রুইতন, চিড়িতন।
চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ, পদাতিক।
চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।
চতুরাশ্রম - ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস।
চতুর্বর্ণ - ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
পঞ্চবাণ - সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন।
পঞ্চগঙ্গা - ভাগীরথী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী।
পঞ্চনদী - কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা, যমুনা।
পঞ্চনদ - ঝিলম বা বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু।
পাঁচফোড়ন - মৌরি, মেথি, কালোজিরে, জিরে, রাঁধুনি।
পঞ্চধান্য - শালি, ব্রীহি, শূক, শিম্বি, ক্ষুদ্র।
পঞ্চবটী - অশ্বত্থ, বট, বিল্ব, আমলকী, অশোক।
পঞ্চপ্রাণ - প্রাণ, অপান, সমান, উদান, ব্যান।
পঞ্চমুক্তি - সার্ষ্টি, সারূপ্য, সালোক, সাযুজ্য, নির্বান।
পঞ্চতীর্থ - কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর।
পঞ্চতিক্ত - নিম, গুলঞ্চ, বাসক, পলতা, কন্টকারী।
পঞ্চনুন - সৌর্বচল, সৈন্ধ, বিট, ঔদ্ভিদ, সামুদ্রিক।
পঞ্চগুণ - রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ।
পঞ্চগব্য - দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়।
পঞ্চভুত - ক্ষিতি, অপ্‌, তেজঃ, মরুত, ব্যোম।

পঞ্চ ’ - কেশ বা চুল, কাঙ্গা বা চিরুনি, কড়া বা কঙ্কণ বা বালা, কৃপাণ বা ছুরি, কাশেরা।

পঞ্চ সাধ্য --
সাধ্য, সাধন, সেবা, বস্তুু, প্রাপ্তি।
পঞ্চজ্বীব --
স্থুল, তটস্থ, বদ্ধ, সুক্ষ্ম, মুক্ত।
পঞ্চ আত্মা --

জ্বীবআত্মা, ভুতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর ।
পঞ্চ '' - মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন।
পঞ্চরত্ন - নীলকান্ত
, হীরক, পদ্মরাগ, মুক্তা, প্রবাল।
পঞ্চশস্য - ধান, যব, মাষ, তিল, মুগ।
পঞ্চামৃত - দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি।
পঞ্চায়ুধ - তরবারি, শক্তি, ধনুক, বর্ম, পরশু বা কুঠার।
পঞ্চপল্লব - আম, অশ্বত্থ, পাকুড়, বট, যজ্ঞডুমুর।
পঞ্চোপচার - গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য।
পঞ্চপাণ্ডব - যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব।
পঞ্চপিতা জন্মদাতা, ভয়ত্রাতা, দীক্ষাদাতা, শ্বশুর, অন্নদাতা ।
পঞ্চরস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ।
পঞ্চকন্যা - অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী।
পঞ্চ ইন্দ্রিয় - চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
পঞ্চাঙ্গুলি – বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা ।
পঞ্চবর্ণ – শ্বেত, কৃষ্ণ, হরিদ্রা, পীত, লোহিত ।

পাঁচ মহাসাগর - প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু বা উত্তর মহাসাগর, কুমেরু বা দক্ষিণ মহাসাগর।

পঞ্চ ফুলশর - অরবিন্দ, অশোক, নবমল্লিকা, শিরীষ, নীলোৎপল।
ছয়ঋতু - গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
ষড়ঙ্গ - দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়, গোরোচনা।
ষড়রস - কটু, তিক্ত, কষায়, লবণ, অম্ল, মধুর।
ষড়রিপু - কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
ষড়দোষ - নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য, দীর্ঘসূত্রতা।
ছয় রাগ
ভৈরব, কৌশিক, হিন্দোল, দীপক, শ্রী, মেঘ ।
ষটচক্র - মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপূরক, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা।
ষটকর্ম - যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন দান, প্রতিগ্রহ।
সাতসমুদ্র - লবণ
, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর, স্বাদূদক।

সাত মহাদেশ - এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা।

সপ্তস্বর্গ  ভূলোক, ভুবর্লোক, স্বলোক, জনলোক, মহর্লোক বা মহোলোক, তপর্লোক, সত্যলোক।

সপ্তপাতাল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল।

সপ্তধাতু(আয়ুর্বেদ) - বায়ু, পিত্ত, কফ, রক্ত, শুক্র, মাংস, অস্থি।  
          
সাতবার - সোম
, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি।

সপ্তদ্বীপ (পৌরাণিক) - জম্বু, কুশ, প্লক্ষ, শাল্মলী, ক্রৌঞ্চ, শাক, পুষ্কর।   

সপ্তর্ষি
  মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, ক্রতু, বশিষ্ঠ।
সাতরঙা রামধনু--

বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল।

সুরসপ্তক - সা, রে, গা, মা, পা, ধা, নি।

সপ্তকাণ্ড রামায়ণ - আদি বা বাল, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধ্যা, সুন্দরা, লঙ্কা বা  যুদ্ধ, উত্তরা। 

সপ্তরথী - দ্রোণাচার্য
, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, শকুনি, দুর্যোধন, দুঃশাসন।

অষ্টবসু - ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, সাবিত্র, প্রথূষ, প্রভাস।

অষ্টধাতু - স্বর্ণ, রৌপ্য, তাম্র, পিত্তল, কাংস্য, ত্রপু, সীসক, লৌহ।

অষ্টদৃষ্টি সাচি, আলোকিত, প্রলোকিত, উল্লোকিত, অবলোকিত, নিমীলিত, অনুবৃত্ত ।

অষ্টবজ্র বিষ্ণুকেশবায়ুধ, সুদর্শন চক্র, শিব- ত্রিশূল, ব্রহ্মা- অক্ষ, ইন্দ্র- বজ্র, বরুণ- পাশ, যম- দন্ড, কার্তিকেয়- শক্তি, দুর্গা- অসি ।

অষ্টমঙ্গল ব্রাহ্মণ, গো, অগ্নি, সুবর্ণ, ঘৃত, সূর্য, জল, রাজা । 

অষ্টকাল - প্রাতঃ, পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্তক।

অষ্টভৈরব - অসিতাঙ্গ, রুরু, চণ্ড, ক্রোধোন্মত্ত, ভয়ংকর, কপালী, ভীষণ, সংহার।

অষ্টকুলাচল (পৌরাণিক) - হিমালয়, মহেন্দ্র, মলয়, সহ্য, শক্তিমান, ঋক্ষ, বিন্ধ্য, পরিপাত্র বা পরিযাত্র।

অষ্টনাগ (পৌরাণিক) - বাসুকি বা ভোগীন্দ্র, তক্ষক, অনন্ত, পদ্ম, মহাপদ্ম, কুলীর, কর্কট, শঙ্খ।

অষ্টসিদ্ধি - অণিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ,মহিমা, ঈশিত্ব, বশিত্ব।

অষ্টদিগগজ ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক।    

অষ্টনায়িকা - মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারসিংহী, কৌমারী।

অষ্টধর্ম - সত্য, শৌচ, অহিংসা, অনসূয়া, ক্ষমা, অনৃশংস্য, অকার্পণ্য, সন্তোষ।

অষ্টগ্রহ - বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

নবগ্রহ (পৌরাণিক) - সূর্য
, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু।

নবরত্ন – মুক্তা, মাণিক্য, বৈদূর্য, গোমেদ, হীরক, বিদ্রুপ, পদ্মরাগ, মকরত, নীলকান্ত ।

নবরত্ন -ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির, বররুচি। 

নয় অঙ্গুলিমুদ্রা অঙ্কুশ, অভয়, আবাহনী, বর, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধূপ। 

নবদুর্গা - শৈলপুত্রী বা পার্বতী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদা।
নবরস - আদি বা শৃঙ্গার
, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্ত।

নব গুণ - আচার
, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, আবৃত্তি, তপ, দান।

নব শাখ - তাঁতি
, মালাকার, সদগোপ, নাপিত, বারুই, কামার, কুমোর, তিলি, ময়রা।

নবদ্বার - দুই চক্ষু
, দুই কর্ণ, দুই নাসারন্ধ, মুখ, পায়ু, উপস্থ।

নবপত্রিকা - রম্ভা-ব্রাহ্মণী
, কচ্চি-কালিকা, হরিদ্রা-দুর্গা, জয়ন্তী-কার্তিকী, বিল্ব-শিবা, দাড়িমী-রক্তদন্তিকা, অশোক শোকহারিণী, মান-চামুণ্ডা, ধান্য-লক্ষ্মী।

দশদিক - পূর্ব
, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈর্ঋত, বায়ু, ঊর্ধ্ব, অধঃ।

দশকর্ম - গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ।

দশবল - দান, শীল, ক্ষমা, বীর্য, ধ্যান, যজ্ঞ, বল, উপায়, প্রণিধি, জ্ঞান।

দশঅস্ত্র (দেবী দুর্গার) --
খড়্গ, ত্রিশূল, চক্র, বাণ, শক্তি, ঢাল, খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ ।

দশদশা (কামজ) - অভিলাষ, চিন্তা, স্মৃতি, গুণকথন, উদ্বেগ, প্রলাপ, উন্মাদ, ব্যাধি, জড়তা, মরণ।

দশদশা (দেহজ) - গর্ভবাস, জন্ম, বাল্য, কৌমার, পৌগণ্ড, যৌবন, স্থাবির্য, জরা, প্রাণরোধ, বিনাশ।

দশ অবতার (বিষ্ণুর) - মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ, কল্কি।

দশ মহাবিদ্যা - কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা।

দশোপচার - গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পাদ্য, অর্ঘ, আতপচাল, বিল্বপত্র, মধুপর্ক।

একাদশরুদ্র - অজ
, একপাদ, অতিব্রধ্ন, পিনাকী, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হর, ঈশ্বর।

বারোমাস - বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।

বারো রাশিচক্র - মেষ
, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন।

বারো পূর্ণিমা--
বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, জ্যৈষ্ঠী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, নারালি পূর্ণিমা বা রাখী পূর্ণিমা, ভাদ্রপদ পূর্ণিমা, কোজাগরী অথবা শারদ পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা অথবা রাসপূর্ণিমা, অগ্রহায়ণ পূর্ণিমা, পৌষী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দোলপূর্ণিমা বা গৌর পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা।

দ্বাদশ মদ্য পানস, দ্রাক্ষা, মাধুক, খার্জুর, তাল, ঐক্ষব, মাধ্বীক, মৌরেয়, টঙ্ক মাধ্বীক, নারিকেল, মদ্য, সুরা।

চৌদ্দ শাক -
ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিম পাতা, জয়ন্তী, সরিষা, শাঞ্চে, হিলঞ্চ, পলতা, শুলফা, গুলঞ্চ, ঘেঁটু, শুষনি।

চতুর্দশমনু - সায়ম্ভুব, সাবর্ণ, স্বারোচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণি, দক্ষসাবর্ণি, ব্রহ্মসাবর্ণি, ধর্মসাবর্ণি, রুদ্রসাবর্ণি, দেবসাবর্ণি, ইন্দ্রসাবর্ণি।

চতুর্দশ ভুবন  সপ্তস্বর্গ (ভূলোক, ভুবর্লোক, স্বলোক, জনলোক, মহর্লোক বা মহোলোক, তপর্লোক, সত্যলোক) ও সপ্তপাতাল (অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল)।

ষোড়শমাতৃকা - গৌরী, পদ্মা, শচী, মেধা, সাবিত্রী, বিজয়া, জয়া, দেবসেনা, স্বধা, স্বাহা, শান্তি, পুষ্টি, ধৃতি, তুষ্টি, কুলদেবতা, আত্মদেবতা।

ষোড়শপচার - আসন, স্বাগত, আচমনীয়, স্থানীয়, বসন, ভূষণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, তর্পণ, পাদ্য, অর্ঘ্য, তাম্বূল, মধুপর্ক, নতি।

ষোল দাবার ঘুঁটি --

১টি রাজা, ১টি মন্ত্রী, ২টি ঘোড়া, ২টি গজ বা হাতি, ২টি লা বা নৌকা ও ৮টি বোড়ে বা সৈন্য।

ষোলকলা - প্রতিপদ
, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা।
অষ্টাদশ পর্ব মহাভারত আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌষল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ ।

ছাব্বিশ একাদশী--

বরুথিনী, মোহিনী, অপরা, পান্ডবা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রারোপিণী, অন্নদা, পার্শ্বৈ, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা, উত্থান, উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, ভৈমী বা জয়া, বিজয়া,  অামলকী, পাপমোচনী, কামদা (এছাড়া কোনো বছরে অধিমাস বা পুরুষোত্তম মাস বা মলমাস থাকলে, তখন অতিরিক্ত দুটি একাদশী হয়। শুক্লপক্ষের পদ্মিনী একাদশী এবং কৃষ্ণপক্ষের পরমা একাদশী।)

অষ্টাদশপর্ব মহাভারত– 
আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদযোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহণ পর্ব । 
অষ্টাদশ পুরাণ ব্রহ্ম বা আদি, পদ্ম বা দ্বিতীয়, বিষ্ণু, বায়ু, ভাগবত, নারদীয়, মার্কণ্ডেয়, অগ্নি, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কূর্ম, মৎস্য, গরুড়, ব্রহ্মাণ্ড। 

আটাশ তারকাপুঞ্জ  অশ্বিনী বা অশ্বযুক , ভরণী, কৃত্তিকা বা অগ্নিদেবারোহিণীমৃগশিরাআর্দ্রাপুর্নবসুপুষ্যাঅশ্লেষামঘাপূর্বফাল্গুনিউত্তরফাল্গুনিধ্রুবগণহস্তাচিত্রাস্বাতীপ্রাভঞ্জনবিশাখাঅনুরাধাজ্যেষ্ঠামূলাপূর্বাষাঢ়াউত্তরাষাঢ়া বা শ্রবণাধনিষ্ঠা বা ধনবতীশতভিষাপূর্বভাদ্রপদউত্তরভাদ্রপদ বা অহিবুধ্নরেবতি বা অন্তভ।

একান্নপীঠস্থান – হিঙ্গুলা বা হিংলাজশর্করারসুগন্ধাকাশ্মীরজ্বালামুখীজলন্ধরবৈদ্যনাথনেপালমানসউৎকল বা বিরজাক্ষেত্রগণ্ডকীবহুলাউজ্জয়িনীচট্টলত্রিপুরাত্রিস্রোতাকামগিরি বা কামাখ্যা বা প্রাগজ্যোতিষপুরপ্রয়াগজয়ন্তীযুগান্তাকালীঘাটকিরীটেশ্বরীবারাণসীকন্যাশ্রমকুরুক্ষেত্রমণিবন্ধশ্রীশৈলকাঞ্চীকালমাধবশোনদেশরামগিরিবৃন্দাবনশুচিপঞ্চসাগরকরতোয়াতটশ্রীপর্বতবিভাসপ্রভাসভৈরবপর্বতজনস্থলগোদাবরীতীরসর্বশৈলরত্নাবলীমিথিলাতারাপীঠনলহাটিকর্নাটবক্রেশ্বরযশোরঅট্টহাসনন্দিপুরলঙ্কা।

চৌষট্টি কামকলা -    সঙ্গীত। বাদ্য। নৃত্য। চিত্রকলা। ভূর্জারি পত্রের তিলক রচনা। দেবমন্দিরে চাল ও ফুলের সাজসজ্জা ও আল্পনা দেওয়া। বাসগৃহে পুষ্পসজ্জা রচনা। দাঁতবস্ত্র এবং শরীরের বিভিন্ন অঙ্গ কুঙ্কুমে রাঙানো। গ্রীষ্মকালে পুষ্পশয্যা ও ভূমিকে সাজানো। ঋতু অনুসারে শয্যা সাজান। জল-তরঙ্গ বানানো। জলক্রীড়াসাঁতারনিমজ্জমান ব্যাক্তিকে বাঁচানো। মারনউচাটনবশীকরণ মন্ত্রাদির প্রয়োগ জানা। পূজন ও শৃঙ্গারের জন্য পুষ্পহার রচনা। পুষ্পের শিরোভূষণ তৈরি করা। দেশ ও যুগের রীতি অনুযায়ী বস্ত্রভূষণ এবং পুষ্পমালা পরিধানের বিধি। হাতির দাঁত ও শাঁখের কানের দুল বানানোকান ও কপাল চন্দনকুঙ্কুম ও কস্তূরী দিয়ে সুশোভিত করা। নানা প্রকার ধূপধুনাতেল এবং সুগন্ধি দ্রব্য প্রস্তুত করা। অলঙ্কার তৈরির ও পরার কলাকৌশল। ইন্দ্রজাল। রাগস সৌন্দর্য ইত্যাদি বৃদ্ধি করা। হাত সাফাই। রন্ধন বিদ্যা। মদরসফলের রসের মদ প্রস্তুতি। সেলাই ফোঁড়াই। বাজিকরের খেলা। বীণাডমরু বাজানো। ধাঁধাঁ সমাধান। প্রতিমালা। তর্ক-বিতর্কে কঠিন শব্দ প্রয়োগপুস্তক অধ্যয়ন। কাহিনীনাটক ইত্যাদি শৃঙ্গার রসের জ্ঞান। সমস্যা সমাধান। বেত ও কুশের চেয়ারআসনচাটাই বানানো। কোনো বস্তু পরিষ্কার করাবাড়ানো-কমানোধাতু ও কাঠের অপদ্রব্য বানানো। ছুতোর মিস্ত্রির কাজ। বাস্তু বিদ্যা। রত্ন বিচার। ধাতু বিচার। মণি-মাণিক্যের গুণ বিচার ও প্রয়োগ কৌশল। পশুপাখী ধরার কৌশল। ষাঁড়মুরগি লড়াই। ময়না ইত্যাদি পাখিকে বুলি শেখানো। মালিশ ও কেশ-মর্দন। সাঙ্কেতিক গুপ্তভাষা বলা। সাঙ্কেতিক গুপ্ত ভাষা লেখা ও বোঝা। অন্য প্রদেশের ভাষা জ্ঞান। ফুল দিয়ে রথ সাজানো। শুভাশুভ ভবিষ্যৎ কথন। বায়ু-যান নির্মাণ। স্মরণ শক্তির বিধি। খেলা ও তর্ক বিতর্কের জন্য পড়াশুনা। অন্যের পড়া বিষয় দ্রুত পুনরাবৃত্তি করার ক্ষমতা। কাব্য রচনা। শব্দ জ্ঞান। ছল করার জন্য কণ্ঠস্বর ও পোশাক বদলানো। রসশাস্ত্র ও অলঙ্কার-জ্ঞান। খোলা গুপ্ত অঙ্গ আবৃত করা। জুয়া খেলা। পাসা খেলা। বলপুতুল ইত্যাদি খেলার জিনিস বানানো। আচার-শাস্ত্র। শাস্ত্র বিদ্যা। ব্যায়াম এবং মৃগয়ার দক্ষতা।

শতকৌরব - ১ অনাধ্রুস্য
২ অন্তুদরন৩ অনুবিন্ধ৪ অপরাজিত৫ অভয়ান৬ অমাপ্রমাধি৭ অলৌপন৮ অয়বাহু৯ আদিত্যকেতু১০ উগ্রযুধ১১ উগ্রসাই১২ উগ্রসেনা১৩ উগ্রসর্বাস১৪ উপানন্দ১৫ উপচিত্র , ১৬ ঊর্ননাভ১৭ কাঞ্চনধ্বজ১৮ কাবাচি১৯ কুনদ্ধাই২০ কুন্দসাই২১ কুন্দসী২২ কুন্দধার২৩ কুন্দভেদী২৪ ক্রাধান২৫ চারুচিত্র২৬ চিত্রকুন্দল২৭ চিত্রণ২৮ চিত্রকুন্ডল২৯ চিত্রামগ৩০ চিত্রযুধ৩১ চিত্রবান৩২ চিত্রবর্ম৩৩ চিত্রাক্ষ৩৪ জরাসন্ধ৩৫ জলগন্ধ৩৬ যুযুত্সু৩৭ দু:মুখ৩৮ দু:শকর্ণ৩৯ দু:শাশন৪০ দু:শপ্রজা৪১ দু:শপ্রদর্শ৪২ দু:শলন৪৩ দু:সহন৪৪ দিরখার্ম , ৪৫ দৃধাকর্মাবু৪৬ দৃধাক্ষত্র৪৭ দৃধাবর্ম৪৮ দৃধারথশ্রয়৪৯ দৃধাসন্ধ৫০ দৃধাহস্ত৫১ দুর্যোধন৫২ দুর্ধরা৫৩ দুর্ধর্ষ৫৪ দুরবিজ্ঞ৫৫ দুর্বিমোচ৫৬ দুর্মদ৫৭ দুর্মরশ৫৮ ধীর্খবাহু৫৯ ধনুধার৬০ নাগদাত৬১ নিশামগি৬২ নন্দ৬৩ পাসি৬৪ প্রেমাধন৬৫ বাতাবেগ৬৬ বালকি৬৭ বাহায়াসী৬৮ বিকাতিনন্দ৬৯ বিকর্ণ৭০ বিনন্ধন৭১ বিবিলসু৭২ বিশালাক্ষ৭৩ বীরাযশ৭৪ বীরাভি৭৫ বীরবাহু৭৬ বেলাবর্ধন৭৭ বৃন্দারকা৭৮ ভীমাবিক্র৭৯ ভীমবালা৮০ ভীমবেগ৮১ মাহোদর৮২ মহাবাহু৮৩ সাথয়া৮৪ সেনানী৮৫ সুজাত৮৬ সত্যসন্ধ৮৭ সদাসুবাক৮৮ সুনাভ৮৯ সুবার্চ৯০ সুবাহু৯১ সুবীরয়ব৯২ সুবর্ম৯৩ সমাকীর্তি৯৪ সমন৯৫ সরাসন৯৬ সুলোচন৯৭ সলন৯৮ সুসেন৯৯ সহন১০০ সুহস্ত।

একশো আট শ্রীকৃষ্ণ –       কৃষ্ণকেষ্টকানুকানাইকেশবকালিয়াকালীয়দমনকেশিসূদনকেশিমথনকংসারিকংসহাকালাচাঁদকালোশশীহরিমধুসূদনমুকুন্দমাধবমুরারিমুরালীধরমুরালীমোহন,মদনগোপালমদনমোহনমথুরেশমথুরাপতিগোবিন্দগোপালগোপেন্দ্র,  গোপবল্লভগোপিনীবল্লভগোপীনাথগোপীমোহনগোপিকারমণগোপিকামোহনগোপীজনবল্লভগোকুলনাথগোকুলপতিগোষ্ঠবিহারীগোষ্ঠপতিগোকুলেশ্বরগদাধরগোবর্ধনধারীগিরিধারীগিরিধররাধাকান্তরাধানাথরাধাবল্লভরাধামাধবরাধারঞ্জনরাধারমণরাধিকারঞ্জনরাধিকামোহনরাধিকারমণরাধামাধবরাসেশ্বররাসবিহারীরসরাজদামোদরদেবকীনন্দনদর্পহারীদ্বারকানাথদ্বারকাপতিদ্বারিকানাথদ্বারিকাপতিদ্বারকেশদ্বারকাধীশনটবরনগধরনন্দদুলালনরনারায়ণনরোত্তমননিচোরনীলমণিনীলমাধবশ্যামশ্যামচাঁদশ্যামসুন্দরশকটারিশ্যামরায়ঘনশ্যামশৌরিপদ্মআঁখিপুণ্ডরীকাক্ষপাণ্ডবসখপাণ্ডবসখাপীতবাসপীতাম্বরপ্যারীমোহনপার্থসারথিবংশীধরবংশীধারীবংশীবাদনবংশীবদনবাসুদেববৃষ্ণিব্রজকিশোরব্রজদুলালব্রজবল্লভব্রজমোহনব্রজরাজব্রজসুন্দরব্রজেশব্রজেন্দ্রবলানুজবহুবল্লভবনোয়ারীবনোয়ারিবনবিহারীবনমালীবিপিনবিহারীবালগোপালব্রজনারায়ণবৃন্দাবনেশ্বররাখালরাজঅনঙ্গমোহনঅচ্যুতত্রিভঙ্গত্রিভঙ্গমুরারিজনার্দনযাদবযশোদাদুলালযশোদানন্দনযদুকুলপতিযদুকুলনাথ।

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম – 
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।১
যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।৪
সুবল রাখিল নাম ঠাকুর কানাই।৫
শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।৬
ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।৭
কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।।৮
কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।।১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।১১
কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।।১২
কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রাখে দেব নারায়ন।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।।২৪
বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।২৬
নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯
জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।।৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮
সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০
অদিতি রাখিল নাম আরতি-সুদন।৪১
গদাধর নাম রাখে যমল-অর্জুন।।৪২
মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।৪৩
দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।৪৫
বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬
বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।৪৭
লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।৪৮
সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০
পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩
ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।।৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।৫৬
আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০
ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১
দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।৬৩
সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫
অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬
গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।৬৭
সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।।৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯
সুরলোকে নাম রাখে অখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।।৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি দমন।৭৫
পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭
ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।৭৮
সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে নন্দের দুলাল।৮১
আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২
দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩
জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।৮৭
জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯
সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।।৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।৯১
সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২
ভাদুরি রাখিল নাম অগতির গতি।৯৩
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪
শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬
যদুগণ নাম রাখে যদুকুলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।।১০২
বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩
মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।।১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।১০৫
কুটিলা রাখিল নাম মদনমোহন।।১০৬
মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।১০৭

ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।।১০৮





© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

4 comments: