Showing posts with label গোপন ফুলশয্যায় তোমায় আমন্ত্রণ. Show all posts
Showing posts with label গোপন ফুলশয্যায় তোমায় আমন্ত্রণ. Show all posts

Saturday, October 19, 2013

গোপন ফুলশয্যায় তোমায় আমন্ত্রণ

গোপন ফুলশয্যায় তোমায় আমন্ত্রণ
বিজয় কুমার দাস

প্রিয় সখা, আজ মেলেছি ডানা
নেই কোনো মানা
হারিয়ে যাবার
গোপনে পাবার।
হব না রাঙা লজ্জায়
তোমার - আমার গোপন ফুলশয্যায়।
তাই জানাই আমন্ত্রণ;
সোমত্ত শরীর মন
এটাই চাইছে এখন
এই মুহূর্তে তোমার উপস্থিতি, মেটাতে পারে
যা চাইছি বারে বারে।

যেন কাক-পক্ষী টের না পায়
বাতাসের কানে কথা ভেসে যায়
সাবধান !
করো অবধান।

আজ তোমাকে আমার সব দেখাব
তোমার মুখে-বুকে নরম পরশ মাখাব,
তোমায় চাই একা
তুমি হবে গোপন গোপন খেলার সখা
ইনিয়ে বিনিয়ে তোমায় দেব
যত সুখ সবই ভাগাভাগি নেব
হব যুগল-লীন  
লাজহীন।

তুমি কাটবে আমার চুলে বিলি
আমি নেব তোমার গন্ধ পুরুষালি
আমার মুখ তোমার মুখের সামনে
ধরবে সোহাগে সযতনে
অধর কপাল কপোল চক্ষু থুতনি  
তোমার ঠোঁটের উষ্ণ পরশ খানি
দেবে চুম্বন সকল গোপন অঙ্গে
উদ্দাম দৈহিক প্রেম বিভঙ্গে
হব যুগল-লীন 
লাজহীন।

তোমার মুখের ভেতর আমার
জিভ, আমার ভেতর তোমার
করবে খেলা
মিটিয়ে মনের জ্বালা,
হব যুগল-লীন 
লাজহীন।

স্তনবৃন্তে হালকা তর্জনী-বৃদ্ধাঙ্গুলির খেলা
ঘন শ্বাস উত্তাপের পালা
তোমার দশটা আঙুল আমার কোমল বক্ষে
করবে খেলা, দেখবো আধবোজা চক্ষে
হব যুগল-লীন 
লাজহীন।

তোমার শিশ্ন আমার ওষ্ঠে বন্দী
ভগাঙ্কুরে তোমার জিভের স্পর্শ
শিউরিয়ে আমি শীৎকার তুলে হর্ষ
বাহুডোরে করব তোমায় সন্ধি।
হব যুগল-লীন 
লাজহীন।

তোমার লিঙ্গ আমার গোপন অঙ্গে
মাতবে চরম রতিক্রিয়ার সঙ্গে
উন্মাদ মন শরীরের সঙ্গে মিশে
সঙ্গ দেবে পরম আশ্বাসে।
হারিয়ে জ্ঞান হিতাহিত
চুম্বকীয় বিপরীত মেরুর মতো
হব যুগল-লীন 
লাজহীন।

তুমি মাতবে ঢেঁকির অকৃত্রিম ছন্দে
পরমানন্দে।   
আমি কিন্তু ভালবাসি সাপলুডো খেলা
মজা আছে মেলা,
কখনও আমি উঠব উপরে
তুমি থাকবে নীচে পড়ে;
ঘুঁটি ৯৯এর ঘরে
পৌঁছালে, উত্তেজনায় কাঁপবে বারে বারে
সাপলুডোর সাপের মুখে পড়ে –
দস্তখত করবে আমার নীড়ে।
হব যুগল-লীন 
লাজহীন।  

চরম সুখের উষ্ণতায়
পোড়াতে চাই –
তাই আমন্ত্রণ গোপন ফুলশয্যায়।


© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.