Showing posts with label জীবন পথ. Show all posts
Showing posts with label জীবন পথ. Show all posts

Saturday, May 26, 2012

জীবন পথ

It was published on the wall of 



জীবন পথ
বিজয় কুমার দাস
আকিঞ্চন হৃদয়ে রিক্ততা অনুভব,
আত্মার জীর্ণ ফাটল অনুস্যূত।
যেগুলো আমাকে গ্রাস করেছিল,
সেগুলো দ্বারা আমি সম্পৃক্ত।
সেগুলো আমার আত্মার পরিতুষ্টি প্রসাদ।
শুরুর পরই হারানো জ্ঞানের অন্বেষণে পথচলা।
অনাচ্ছাদিত সত্যরূপে সুন্দরের আবিস্কার।
অনতিকাল ধরে সত্যজ্ঞানের পিপাসু।
প্রতিটি আবিস্কারেই অনাস্বাদিত চিহ্ন।
সকলই স্মৃতিবিজড়িত,
উদ্বেলতা সৃষ্টি করে।
সুবিপুল এবং অসীমের উপস্থিতি পূর্ণগ্রাস।
সংবিদা পূর্ণ করা নিরর্থক।
স্বমহিমাতে জীর্ণতা ও শূন্যতার সমান্তর সহাবস্থান,
নৈরাশ্য ও বিভ্রম সমুচ্চয়।
ধারণাতীত সমস্ত রূপান্তরের শনৈশ্চর অকাট্য উপস্থিতি।
প্রত্যেক অকচ শব্দের সঙ্গে কেন এই প্রতিদ্বন্দ্বিতা ?
স্বমননে অতুগ্র বিবাদে ক্লান্ত আমি।
কিভাবে ভঙ্গুর হতে পারি ...







© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.