Showing posts with label সপ্তক কবিতা. Show all posts
Showing posts with label সপ্তক কবিতা. Show all posts

Monday, July 16, 2012

বৃক্ষ রোপণ ............ (সপ্তক - ৯)

আসুন, এই বরষায় কিছু বৃক্ষ রোপণ করি ........

বৃক্ষরোপণ
বিজয় কুমার দাস

জল্লাদ আজ হাতে তুলেছে সভ্যতা ভাঙার কুঠার,
প্রকৃতির কাছে বিষাক্ত মানব পোকার হার।
ধূসর পরিবেশে আজ প্রাণবায়ু কম,
ছেত্তুঃ পার্শ্বগতচ্ছায়াং নোপসংহরতি দ্রুম।
সকলে করি পণ,  
বাঁচাতে জীবন,
বৃক্ষরোপণ ।





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


The কবিতা Club ................. (সপ্তক - ৮)

আমার সপ্তক The কবিতা Club এর প্রতি.........

The কবিতা Club এর সাইট ...



The কবিতা Club এর ফেসবুক লিঙ্ক  .....







© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.

Saturday, July 7, 2012

সপ্তক .................. (সপ্তক - ৭)

সপ্তক
বিজয় কুমার দাস

সাতটি লাইনে শব্দ বসিয়ে আজ সপ্তক সাজালাম।
ইচ্ছা দিল সুড়সুড়ি, যা ইচ্ছা লিখলাম।
জানিনা হল কিনা এটি সপ্তক,
ভুল হলেও যাবেনা মস্তক।
নই আমি কবি,
নই রবি,
বেয়াদবি।






© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


Friday, July 6, 2012

আকাশ শামিয়ানা ............... (সপ্তক - ৬)

আকাশ শামিয়ানা
বিজয় কুমার দাস
আসমানী-রং বুকে ধরে পথ চলে ওই আকাশ,
অসীম শূন্য পাষাণ বুকে কেবলই দীর্ঘশ্বাস।
শ্রান্তিহীন ক্লান্তিহীন নিস্তব্ধ নিগূঢ় ভাষা,
মনে জাগায় নিদারুণ আশা।
নেই কোনো সীমানা,
নেই তুলনা,
শামিয়ানা।





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


একলা চলা ............... (সপ্তক - ৫)

একলা চলা
বিজয় কুমার দাস

সেই যে তুই চলে গেলি আমায় ছেড়ে,
আজ আমি মনে প্রাণে উঠেছি বেড়ে।
চেয়েছিলাম তোকে আমি বার বার,
নেই কিছু আজ হারাবার।
দিব্যি আছি আত্মহারা,
তোকে ছাড়া,
আওয়ারা।




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


প্রথম প্রেম পত্র ............... (সপ্তক - ৪)

প্রথম প্রেম পত্র
বিজয় কুমার দাস

খুঁজে তোকে পাবই পাব, আমার দুচোখ ক্লান্তিহীন।
স্বপ্নে তোকে পেয়েছিলাম ঘুমের আদরে সেদিন।
ভেবেছিলাম দেব চিঠি নীল খামে,
পারিনি দিতে অতিশয় সম্ভ্রমে।
হৃদয়ে আবেগের ভাষা,
কঠিন আশা,
ভালোবাসা।




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


ঢপের চপ ............... (সপ্তক - ৩)

ঢপের চপ
বিজয় কুমার দাস

অতি অতিশয় ভালোবাসো না মোরে ওগো প্রিয়,
করোনা এই দিবস মেকী প্রেমে স্মরণীয়।
বাস্তবে তা তো সবই ভুল,
নিছক খেলার ছলে গুল।
কেবলই রঙিন ঢপ,
ঢপের চপ,
পান্থপাদপ।





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


Thursday, July 5, 2012

দুঃসময় ............... (সপ্তক - ২)


দুঃসময়
বিজয় কুমার দাস
ন্যায় নীতিবোধ—‘বস্তা পচা গল্প’ , আজ ক্ষীণ,
সময়ের সাথে আপোষ করেই বাড়ছে ঋণ।
সমাজ কেবলই আঁটে বসে ফন্দি,
রাংতা মোড়া সীমাহীন দূরভীসন্ধি।
বিবেক প্রাচীরে গর্ত,
দীন শর্ত,
প্রতিবর্ত।




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


স্বপ্ন চোর .................. (সপ্তক - ১)

স্বপ্ন চোর
বিজয় কুমার দাস
ইচ্ছেরা আজ স্বপ্ন হয়ে আসে সম্মুখ পানে,
মনটা উড়ে চায় যেতে ইচ্ছেডানার টানে।
দিনের আলোয় ছল ছল আঁখি,
স্বপ্নেরা দেয় কেবলই ফাঁকি।
মুক্ত অসীম দোর,        
স্বপ্ন চোর
কাকভোর।                
    




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.