Showing posts with label শীতলশোণিত. Show all posts
Showing posts with label শীতলশোণিত. Show all posts

Thursday, August 25, 2016

শীতলশোণিত

শীতলশোণিত
বিজয় কুমার দাস

আমার কথা টেলিগ্রামএর মতোই অপ্রাসঙ্গিক
তাই আজকাল কথা বলি কম .........।  

বাটখারা আর মালের বৈষম্য
আইন-লোগোর মতো কালো ফিতে জড়িয়ে
দেখেও দেখিনা।

কিছু বলতে চাইলে,
ক্রিকেটমাঠের ফ্ল্যাশলাইটের ছায়ার মতো
ছায়াগুলো ঘিরে ধরে ছা’পোষা মানুষের গল্প শোনায়। 
তাই যুক্তি-তক্কো বাইপাশে ফেলে
শীতপোশাকের মতো খোলসে
ল্যাজ ঢাকি

বিশ্বাস না হয় পরখ করে দেখুন !
নিশ্চিত মারা পড়ছেন না,
কেসিএন নই

আর তাপও দহনাঙ্কের নীচে। 
.......................................


© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.