শীতলশোণিত
বিজয় কুমার দাস
আমার কথা ‘টেলিগ্রাম’এর মতোই অপ্রাসঙ্গিক
তাই আজকাল কথা বলি কম .........।
বাটখারা আর মালের বৈষম্য
আইন-লোগোর মতো কালো ফিতে জড়িয়ে
দেখেও দেখিনা।
কিছু বলতে চাইলে,
ক্রিকেটমাঠের ফ্ল্যাশলাইটের ছায়ার মতো
ছায়াগুলো ঘিরে ধরে ছা’পোষা মানুষের গল্প শোনায়।
তাই যুক্তি-তক্কো বাইপাশে ফেলে
শীতপোশাকের মতো খোলসে
ল্যাজ ঢাকি।
বিশ্বাস না হয় পরখ করে দেখুন !
নিশ্চিত মারা পড়ছেন না,
কেসিএন নই
আর তাপও দহনাঙ্কের নীচে।
.......................................
.......................................
© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.