দুঃসময়
বিজয় কুমার দাস
ন্যায় নীতিবোধ—‘বস্তা পচা
গল্প’ , আজ ক্ষীণ,
সময়ের সাথে আপোষ করেই বাড়ছে
ঋণ।
সমাজ কেবলই আঁটে বসে ফন্দি,
রাংতা মোড়া সীমাহীন
দূরভীসন্ধি।
বিবেক প্রাচীরে গর্ত,
দীন শর্ত,
প্রতিবর্ত।
© Bijoy Kr Das. All
Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.