Showing posts with label ফুলকাকা ও রাঙামাসী. Show all posts
Showing posts with label ফুলকাকা ও রাঙামাসী. Show all posts

Thursday, November 21, 2013

ফুলকাকা ও রাঙামাসী

ফুলকাকা ও রাঙামাসী
বিজয় কুমার দাস

ফুলকাকা চা পান করেছিলেন গিয়ে পরে চিন,
পান করে বেমালুম সেরে গেছে মাথা চিনচিন।
কিন্তু সেখানে তিনি পাননি তো চপ,
ফুলকাকার টাঁক মাথা তেলে চপচপ।

ফুলকাকা রাঙামাসীর কে যেন হন,
কাকাকে দেখে মাসী হাঁটেন হনহন।
সবজি বাজারে আগুন জিনিসের দর,
দেখে শুনে ফুলকাকা ঘামেন দরদর।
রাঙামাসীর জন্য কিনলেন নারকেল কুল,
মনের মধ্যে নদী তাঁর বহে কুলকুল।
মাসীকে তিনি নিয়ে যাবেন দেখাতে শাল বন,
ভয়ে রাঙামাসীর মাথা ঘোরে বনবন।
ফুলকাকা বলেন, “শুনো, আমি নই খল”,
তা শুনে রাঙামাসী হাসেন খলখল।

ফুলকাকা রাতে ছবি আঁকেন হাতে নিয়ে চক,
টেবিল ল্যাম্পের আলোয় তাঁর টাঁক চকচক।
আমি বলি, “চকে কি আর রাঙামাসীর ছবি আঁকা যায়?”
তারস্বরে বকুনিতে আমার পরাণ যায় যায়।
কাকু বলে, “ফাজলামি রেখে তুমি মন দিয়ে পড়”,
চমকে ঠাকুমার নাক থেকে চশমা পড় পড়।
“এদিকে তাকিয়োনা নিয়ে দৃষ্টি বক,
এখন তুমি বন্ধ করো ফালতু বকবক।
এদিকে দিয়োনা মন নিয়ে বই হাতে,
নইলে খারাপ ফল পাবে হাতে হাতে।
রাতে কুকুরটাকে চেন দিয়ে করে দাও লক,
খাবার খেয়েও তার জিভ করে লকলক।
এই শীতে তার দেহ ঢাকো দিয়ে চট,
চটেতে বেলের আঠা করে চটচট।
আজ বেশ রাত হল দোরে দাও খিল”,
খিল দিতে গিয়ে আমি হাসি খিলখিল।  
----------------------

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.