প্রথম প্রেম পত্র
বিজয় কুমার দাস
খুঁজে
তোকে পাবই পাব, আমার দু’চোখ ক্লান্তিহীন।
স্বপ্নে
তোকে পেয়েছিলাম ঘুমের আদরে সেদিন।
ভেবেছিলাম
দেব চিঠি নীল খামে,
পারিনি
দিতে অতিশয় সম্ভ্রমে।
হৃদয়ে
আবেগের ভাষা,
কঠিন
আশা,
ভালোবাসা।
© Bijoy Kr Das. All
Rights Reserved.