Friday, April 13, 2012

খেলাঘর

খেলাঘর
বিজয় কুমার দাস

শুষ্ক বালুর চড়ায় ঢেউ-এর সংঘাত।
ঢেউ আর ঢেউ।
খেলাঘর বিপন্ন।
বাঁকা চাঁদ মুখ ভেংচায়।
ঢেউ-এর নাচনে উল্লাসের ভ্রূকুটি।
ঝাঁউ বনের ট্যারা চোখের দৃষ্টি।
চোরা বালিতে পা।
অশনিসংকেত।
ভেসে যাওয়া খড়কুটোকে ধরার তীব্র চেষ্টা।
সমুদ্র বক্ষে কালপেঁচার ডাক।
বৃথা চেষ্টা।
মোহভঙ্গ খেলাঘরের।





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment