Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Sunday, September 11, 2016

ফিরে নাহি পাব

ফিরে নাহি পাব
বিজয় কুমার দাস

আশার বাণী কথার কথা
চোখে শুধুই জল,
একি কৃতকর্মের ফল
নাকি ভাগ্যবিড়ম্বনার ছল ?

দার্শনিক বলবে হেসে
“ওরে অবুঝ মন,
তোরে কেন বোঝাতে নারি
মিথ্যে বাসনা অনুক্ষণ।

পর্বতমালার উত্তুঙ্গ স্মার্ট
শ্বেত ধবল শৃঙ্গ,
সেও চায় কেবলই হায়
আকাশের অনুষঙ্গ।

তাইতো বলি
আকাশের ঐ নীলিমায় এ মন
বিলিয়ে দিয়ে, হারিয়ে যাওয়ার
স্বপ্ন সন্তর্পণ।

                                   ২৪/০৪/২০০৫





© Bijoy Kr Das. All Rights Reserved.


Unauthorized use or reproduction for any reason is prohibited.



আমার গোলাপ চারাটি

আমার গোলাপ চারাটি
বিজয় কুমার দাস

আজ দিনের প্রথম আলোয় দেখলাম
আমার গোলাপের চারাটিতে
দুটি ছোট্ট কুঁড়ি
সকালের পেলব হাওয়ায়
শিরশিরিয়ে কাঁপছে।

ক’দিন পরে
বৃতিগুলি আলগা হয়ে
পাপড়ি দেখছে নীলাকাশ।

দেখতে না দেখতে কেমন সব পালটে যায়।
ফুল দুটি আজ বেশ উজ্জ্বল,
যেমন গন্ধ তেমন রূপ।

দুহাতে সবসময় আগলে রাখি
পাছে বিষাক্ত কীটে নষ্ট করে।

ফুলগুলি সূর্যের তাপ
সহ্য করতে শিখল,
বর্ষার বৃষ্টির ধারা সইতে শিখল।

চারা গাছটি এখন শুকিয়ে এসেছে
ফুলগুলিও ............... 




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.

Thursday, August 25, 2016

নেই’দের জন্য

নেই’দের জন্য
বিজয় কুমার দাস

শিয়ালদহ – ডানকুনি লোকাল
একদল বৃহন্নলার হঠাৎ আবির্ভাব
স্টেশনটা ঠিক মনে নেই,
বালি হবে মনে হয়।
আমি তখন আঠারো কি ঊনিশ
একজন হিজড়ে আমাদের কামরায় এসে
কিছু সাহায্য চাইছিল
সেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে হাততালি দিতে দিতে।
কেউ কোনো কথা বলে না
জানালার দিকে মুখ ফিরিয়ে বসে,
এক সহযাত্রী, বয়স সাতাশ কি আঠাশ
তার জঙ্ঘাতে হাত রেখে বলল “কিছু দাও না গো ভাই”।
আমি সেই প্রথম হিজড়ে দেখছি ...
কিছুটা কৌতূহল যে ছিল না তা নয়।
আমার দৃষ্টি ছিল তার চোখের দিকে
তার চেহারার দিকে
তার লোম কামানো হাত ও পায়ের দিকে।
সহযাত্রীটি তাচ্ছিল্যের হাসি হেসে এড়িয়ে গেল।
তারপর এল আমার কাছে
আমার জঙ্ঘায় হাত রেখে বলল—
“দে কিছু, দশ- বিশ- পঞ্চাশ”
আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র
হাতে যে দশ টাকা দেবার মতো নেই তা নয়।
কিন্তু কেউ কিছু দিচ্ছেনা দেখে
পকেটে হাত দিতে গিয়েও দিলাম না।
ভাবলাম কেউ যদি কিছু ভাবে।
কি ভাববে তাও আমার জানা ছিল না।
যে যা ভাবে ভাবে ভাবুক এটাও ভাবতে পারলাম না।
কেউ কিছু না দেওয়াতে সে রাগান্বিত হল।
তারপর এল এক বাক্যবাণ—
“এই বাবু তোমার সেক্সটা আমাকে দেবে?”
কথাটার পুনরাবৃত্তি ঘটল কয়েক বার।
এই কথার মানে আমার কাছে দুর্বোধ্য ঠিকলো,
‘সেক্স’টা বলতে কি বোঝাতে চাইল তাও দুর্বোধ্য
ভেবে উঠতে পারলাম না কি বলি বা কি করি।
কেমন একটা লজ্জা- ভয় না কি জানি কি আমাকে বাক্‌রূদ্ধ করল।
কোনো কথা বেরুল না মুখ দিয়ে।

আমাদের গ্রামে কোনো দিন হিজড়ে আসে নি। 
ছোটবেলায় দিদার কাছে শুনেছিলাম
“হিজড়েরা মেয়েদের মতো,  
বাচ্চা জন্মালে এরা ঢোলক বাজাতে আসে আর হাততালি দেয়
কিন্তু তাদের, মেয়েদের মতো গোপনাঙ্গ নেই”।
ঐ কথার অর্থও তখন ঠিক বুঝতে পারিনি।
সেক্স এর অনুভূতি সেটাও স্পষ্ট ছিল না।

তবে এখন ভাবি —
অন্যরকম ভাবি।
যখন স্ত্রীর সাথে মিলনের পর পরম পুলকিত হই এবং
একটা পরমতৃপ্তির রেস বয়ে যায় তখন
স্ত্রীকে বাহুপাশে আবদ্ধ করে একটা ক্ষীণ দীর্ঘশ্বাস পড়ে......
সত্যিই যদি ‘সেক্স’টা ধার দেওয়া যেত তাদের।   
                 ---------------------
© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.

শীতলশোণিত

শীতলশোণিত
বিজয় কুমার দাস

আমার কথা টেলিগ্রামএর মতোই অপ্রাসঙ্গিক
তাই আজকাল কথা বলি কম .........।  

বাটখারা আর মালের বৈষম্য
আইন-লোগোর মতো কালো ফিতে জড়িয়ে
দেখেও দেখিনা।

কিছু বলতে চাইলে,
ক্রিকেটমাঠের ফ্ল্যাশলাইটের ছায়ার মতো
ছায়াগুলো ঘিরে ধরে ছা’পোষা মানুষের গল্প শোনায়। 
তাই যুক্তি-তক্কো বাইপাশে ফেলে
শীতপোশাকের মতো খোলসে
ল্যাজ ঢাকি

বিশ্বাস না হয় পরখ করে দেখুন !
নিশ্চিত মারা পড়ছেন না,
কেসিএন নই

আর তাপও দহনাঙ্কের নীচে। 
.......................................


© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.

Sunday, December 1, 2013

বিষাদ

বিষাদ
বিজয় কুমার দাস 

নিরাকার আস্তাকুঁড় থেকে শব্দ খুঁটে খায় 
নিভু নিভু সন্ধ্যায়। 

ইত্যবসরে
ঝাঁজালো বাঁজা বুকের পিঞ্জরে
পাখিটা সমুদ্র-ডানা ঝাপটিয়ে বিষনীল চোখে তাকায়
বিজোড়সংখ্যা গোনা তিমির প্রাচীরে ঘেরা অবচেতনায়
শ্বাসরুদ্ধ করে 
চিত্রিত অক্ষরে
বিষাদের ঘ্রাণ নেয় শ্বাপদের মতো চেয়ে,
নিরাকার শব্দমালার স্রোতগুলো ঘড়িবেগে আসে ধেয়ে
কালচে স্বপ্নগুঁড়ো গুলো বুলেট হয়ে বিঁধে
সর্বশক্তি ব্যয় করে শরীর ঝাঁকিয়ে হতে চায় সিধে

মহাদিশেহারা লণ্ডভণ্ডের হরিবোল রবে মাতোয়ারা সবাই
বুলডজারে গুঁড়োনো সূর্যাস্ত-রঙা আভায়

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


Friday, November 29, 2013

অনুগল্প - ১৩

গল্প ১৩
---------
মৃৎ-কলস,
নয় কেবল কুমোরের চাকায় বন্দী,
এ হল তার হাত ও মননের সন্ধি

Story – 13
------------

Art,
There is no any wiles and cleverness behind,
It is the ‘total internal reflection’ of mind.
© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


একটি ফুলের আত্মপ্রলাপ

একটি ফুলের আত্মপ্রলাপ  
বিজয় কুমার দাস

সেই ছোট্টবেলায়
যখন মায়ের দেহ থেকে
নাভি বিচ্ছিন্ন হয়ে
এলাম এই ধরাধামে
সেদিন থেকেই দেখি তোকে
কেবলই দেখি।

আমার বুকে তোর চু-কিত-কিতের পা
পাপড়ি ভাঙার প্রতিটা শব্দ তোর মুখস্থ,
মাঝে মাঝে নাকে নাক
ঘ্রাণ বিনিময়,
আবার ইচ্ছে হলে তোর মাথার
দুটো শিং-বেনুনীতে,
চুলের গন্ধে আমি তখন দিশেহারা
একদম দিশেহারা।

যখন আমাকে তোর গালে ঠোঁটে বুলিয়ে
পেলব বুকে জড়িয়ে ধরিস
আমি অস্ফুটে বলি,
এভাবেই থাকতে চাই আজীবন...
ঠিক এভাবেই


কিন্তু সেই যে কালো দিনটা !
তুই সাজলি, গলায় ঝুলোলি
বেশ মনে আছে আমার।
দুদিন আমাকে নিয়ে
কি ছেলেখেলাটাই না করলি !
সেই ফুলশয্যার রাত্রে
আমার সামনে তোর উন্মুক্ত দেহ,  
চেয়ে রইলাম নিস্পলক
অসহায় ফাঁকা ফাঁকা বুক নিয়ে,  
মাতাল পাপড়িগুলো ঝিমিয়ে
ডুকরে কেঁদেছিল,
কেঁদেছিল দিন-মাস-বছরের হিসেব না কষে।

আমার ঘায়ে মূর্ছা যেতে তোকে দেখেনি কোনোদিন
তবে কেন আমার এতো বদনাম !
কেন ?

আজ তোর শেষ যাত্রাতেও দেখ
কেমন আমি নির্নিমেষে চেয়ে আছি,
তোর স্থির চোখ দুটোতে চঞ্চলতা খুঁজছি,
তুই চলেছিস ফুলে ফুলেল হয়ে
কাউকে তোয়াক্কা না করে।
তোর সারা দেহে কেবল আমার অধিকার
কেবল আমার।

…..  ছলছল পাপড়ি বেয়ে নেমে আসে
কয়েক ফোঁটা নিস্যন্দ।  


© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


Thursday, November 21, 2013

ফুলকাকা ও রাঙামাসী

ফুলকাকা ও রাঙামাসী
বিজয় কুমার দাস

ফুলকাকা চা পান করেছিলেন গিয়ে পরে চিন,
পান করে বেমালুম সেরে গেছে মাথা চিনচিন।
কিন্তু সেখানে তিনি পাননি তো চপ,
ফুলকাকার টাঁক মাথা তেলে চপচপ।

ফুলকাকা রাঙামাসীর কে যেন হন,
কাকাকে দেখে মাসী হাঁটেন হনহন।
সবজি বাজারে আগুন জিনিসের দর,
দেখে শুনে ফুলকাকা ঘামেন দরদর।
রাঙামাসীর জন্য কিনলেন নারকেল কুল,
মনের মধ্যে নদী তাঁর বহে কুলকুল।
মাসীকে তিনি নিয়ে যাবেন দেখাতে শাল বন,
ভয়ে রাঙামাসীর মাথা ঘোরে বনবন।
ফুলকাকা বলেন, “শুনো, আমি নই খল”,
তা শুনে রাঙামাসী হাসেন খলখল।

ফুলকাকা রাতে ছবি আঁকেন হাতে নিয়ে চক,
টেবিল ল্যাম্পের আলোয় তাঁর টাঁক চকচক।
আমি বলি, “চকে কি আর রাঙামাসীর ছবি আঁকা যায়?”
তারস্বরে বকুনিতে আমার পরাণ যায় যায়।
কাকু বলে, “ফাজলামি রেখে তুমি মন দিয়ে পড়”,
চমকে ঠাকুমার নাক থেকে চশমা পড় পড়।
“এদিকে তাকিয়োনা নিয়ে দৃষ্টি বক,
এখন তুমি বন্ধ করো ফালতু বকবক।
এদিকে দিয়োনা মন নিয়ে বই হাতে,
নইলে খারাপ ফল পাবে হাতে হাতে।
রাতে কুকুরটাকে চেন দিয়ে করে দাও লক,
খাবার খেয়েও তার জিভ করে লকলক।
এই শীতে তার দেহ ঢাকো দিয়ে চট,
চটেতে বেলের আঠা করে চটচট।
আজ বেশ রাত হল দোরে দাও খিল”,
খিল দিতে গিয়ে আমি হাসি খিলখিল।  
----------------------

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


Monday, November 18, 2013

অনুকবিতা

অনুগল্প
(Story Bouquet of Different Flowers) 
-------------- বিজয় কুমার দাস 

গল্প
----------
বিন্দু,  
বৃত্তের চেয়েও সঞ্চার বেশি অবস্থানটা ধন্দের
যদি না থাকে কেনা-গোলাম নাভি কিম্বা কেন্দ্রের।

Story – 1
-----------
Point,
It can express more than a Circle, with the Locus,
If it does not belong to a Centre or a Focus.


______________________________________


 গল্প
-----------
বঁধু,
ইতিহাস নিয়ে কেন হবে খাবি খেতে ?
আসলে তো শেষে ভূগোলেই যাবি মেতে !

Story – 2
------------
Friend,
Why are you so anxious about history?
Geography is the chemistry of mystery.


______________________________________

গল্প
----------
খাট,
চার পায়াতেই বন্দী
ভাবছো আছে গভীর অভিসন্ধি !

Story – 3
-----------

Cot,
It is static with four legs on land
Is there any subterfuge plan?!


______________________________________

গল্প
----------
মামু,
নির্ঝঞ্ঝাট জীবনের মানে
মদে নয়তো মদনে !

Story – 4
-----------
Hey,
I don’t care anything and live fine
With ‘Not to Do’ and wine!


______________________________________

 গল্প
----------
আমৃত্যু,
ফসল ফলাব এক-অরণ্য !  
বুড়ো আঙুল চোষার জন্য ?

Story – 5
-----------
All the time,
Why will I be the great looser?
To make another richer!


______________________________________

গল্প
----------
প্রজাপতি,
কেনরে তুই শুঁয়ো ছিলিস আগে ?  
রূপের দেমাক আমার বড্ড ভালো লাগে !

Story – 6
-----------
Butterfly,
Why were you a caterpillar?
I like very much beauty’s swagger!


______________________________________


গল্প
----------
বৃক্ষ,
তৃণ হয়ে রয়ে গেলাম শালা !   
আমার উপর মেলবি কি ডাল-পালা !!!

Story – 7
------------
Tree,
I am nothing but a grass like sober!
But you will not get a chance dominant over!


______________________________________

 গল্প
---------
ময়ুর পালক,
খুব তো থাকিস মহাগর্বে বাড়িয়ে শোভা পুচ্ছ-কানার
যখন তুই ঝরে পড়িস কি এসে যায় ডানার !

Story – 8
-----------

Feather,
It is like a diamond in the tail
After falling off go to the hell !!!


______________________________________


গল্প
---------
মুরগি,
বেশ কদিন তা দিতে ছিলি মত্ত
কেবল তাতেই হয়না রে অপত্য।

Story – 9
-----------
Fool,
You were busy to do others' business
So you are destitute from happiness! 


______________________________________

গল্প ১০
----------
লাশ,
দিন আগে ছিলি বেশ নিয়ে আমি-তুমি
দেখলি কেমন দিল না ওরা এক ছটাকও জমি।

Story – 10
-------------
Dead body,
To live happily required a few   
After the death ‘who are you?'


______________________________________

গল্প ১১
----------
হীরে,
কয়লা তো নয় ফেলনা তবে চমক কেন দেখালি
দেখালি যখন চমক তখন এবার জ্বলে মলি।

Story – 11
------------
Diamond,
Mind is the ornament of the existence to keep up
What is the requirement of so foolish make up!


______________________________________

গল্প ১২
----------
কাঁচি,
তোমার কাছে প্রথম শ্রেণির লিভার
আমার কাছে ভাত-কাপড়ের জোগাড়।

Story – 12
-------------
Scissors,
It is useless to you,
It helps me to collect grains a few.

______________________________________




© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.