Showing posts with label চতুর্দশপদী কবিতা. Show all posts
Showing posts with label চতুর্দশপদী কবিতা. Show all posts

Friday, April 13, 2012

রাহুগ্রাস ............(Sonnet - চতুর্দশপদী কবিতা)


এই লেখাটি The কবিতা Club এ 20/10/2012 তে  Choice of the day নির্বাচিত হয়েছিল 
রাহুগ্রাস ( চতুর্দশপদী কবিতা )
         ----- বিজয় কুমার দাস
মুকুরে মূরতি ধরি বিফল যতনে।
না পাইয়া স্পর্শ তব মরীচিকা ভ্রমে।
জিজ্ঞাসে কি বা পরিচয় তব ; উত্তর
না পাইয়া মৌন সে দর্পণ আচম্বিতে
জিজ্ঞাসে। কঠিন প্রশ্নবানে জর্জরিত
হৃদয় যেমতি তৃতীয় পাণ্ডব রণে
করিয়াছিল ভীষ্মে শরশয্যা ; তদৃশ
ক্ষতবিক্ষত হৃদয় শোকাকুল বন্যা
সম আচ্ছন্ন সর্বদা দুঃখ রাহুগ্রাসে।
শতবাহু বিস্তার সম্ভবা আশালতা
মরিল শুখায়ে। বদ্ধ পিঞ্জরে বিহগ
যেমতি কাকুতি উড়িবারে মুক্তাম্বরে,
খেচর সম মম মন চাহে এ খ’য়ে
কেলিতে জলদ সনে ভ্রমিতে অম্বরে।
          -------------------



© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


Thursday, April 12, 2012

মায়া ............... (Sonnet - চতুর্দশপদী কবিতা)

মায়া ( চতুর্দশপদী কবিতা )

বিজয় কুমার দাস
অস্তগামী ভানুপ্রভা দিকচক্রবালে,
নিশিথের শশীকলা শোভে নভঃস্থলে।
অতিতুঙ্গ শুভ্র সুধবল শৃঙ্গ শিরে।
জলপ্রপাতে সফেদ ফেনিল সঙ্কেতে,
কল্লোলিনী তীরে কুসুমমঞ্জরী যেথা,
প্রফুল্ল বকুল সিহরিত সমীরণে,
কুসুমাদির রম্য পরিমল পবনে,  
একাকিনী অধিষ্ঠান কোন্‌ মায়াবলে?
তন্দ্রিমাময় আঁখিযুগলের সঙ্কেতে,
বন্ধনার্থে উদ্যত কোন্‌ মায়ার ছলে?
নিস্তব্ধ নিশীথ চন্দ্রিমাময় এ তটে।
মানবী হৃদয় মায়ার বন্ধন হতে
অধরা রহিবে কি এই মাহেন্দ্রক্ষণে?
পাথেয় পথভোলা দিক্‌ভ্রান্ত নেশাতে।






                  © Bijoy Kr Das. All Rights Reserved.

                  Unauthorized use or reproduction for any reason is prohibited.