প্রতিশোধ
বিজয় কুমার দাস
ছাতার মতো ozone layer
ধূপের ছ্যাঁকা
ছ্যাঁকা দাগ।
Freon – এর
ঔরসজাত একটি free chlorine,
রাহুর মতো তার মস্তক
ছিন্ন নয়,
তার পাকস্থলীর পাকরস
জারিত করে লক্ষাধিক সংখ্যক ozone ;
Green House Gas উস্কে চলেছে global warming - এর সলতে।
মোমের মতো গলছে
হিমবাহ।
প্রতিশোধের আগুন দাউদাউ
করে জ্বলে
দাবানল অবশ্যম্ভাবী।
বিধাতার চোখে জল
.........
সূর্যের প্রখর তেজে
বাষ্পীভূত হয়ে
ঘটাতে পারে প্রবল
বর্ষণ।
প্রকৃতির
দাঁড়িপাল্লায় ভারসাম্যের বৈষম্য।
Epicentre থেকে
ছড়িয়ে পড়ে তরঙ্গমালা।
সমুদ্র ফুঁসতে থাকে
হুহুঙ্কারে।
প্রলয়ংকরী মহাপ্রলয়
সুনামী।
চারদিকে হাহাকার
.........
দাম্ভিক মানুষের
ঠুনকো দম্ভ ভেঙে চুরমার।
ধর্ম– বর্ণ– উচ্চ–
নীচ ভেদাভেদ ভুলে গোগ্রাসে গেলে
দানছত্রের হেঁসেলের
পরমান্ন।
© Bijoy Kr Das. All
Rights Reserved.