Saturday, April 14, 2012

কুসুম

কুসুম
বিজয় কুমার দাস

বৃতির বন্ধনে আবিষ্ট নিষ্পাপ কুসুমকলি।
দু’দিন পরেই তার আবির্ভাব
রূপের পসরা সাজিয়ে
ফ্যাসান শো-এর র‍্যাম্পে।
মৌমাছি, প্রজাপতি, ভ্রমরা
কেউ বাদ যাবেনা
রূপের বর্ণের গন্ধের ম্যাগনেটিক ফিল্ড থেকে।
প্রাণভরে মনের জ্বালা মিটিয়ে
হিংস্রভাবে পান করবে তার রস তার নির্যাস।
তার শাখার বন্ধন ছিন্ন করে
স্থান পাবে কোনো দেবতার পায়,
নয়তো কোনো ফুলদানীতে।
সেখানেও সে নিজেকে
বিলিয়ে, নাকি বিকিয়ে দেবে
তার রূপ তার গন্ধ দিয়ে।


কিন্তু তারপর ?
তারপর বাকিটা শুধুই অন্ধকার !




© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.



No comments:

Post a Comment