ক্ষণিকের অতিথি
বিজয় কুমার দাস
কে আমি?
কে তুমি?
সবাই ক্ষণিকের
অতিথি,
অধিষ্ঠান এই
ধরাভব।
বিশ্বের সুবিশাল
রঙ্গমঞ্চে
আমরা সবাই
কুশীলব।
চরিত্রটি অভিনয়
করিয়া
বিদায় নেওয়ার
পালা।
আসিবে সে ক্ষণ না
চাহিলেও,
সাঙ্গ হইলে
ভবলীলা।
মেগাসিরিয়ালে
অভিনয় জীবন শুরু
নাঙ্গা রূপে
মাতার গর্ভে।
তবে শুধু মিছে
কেন পড়া পিছে
মেকী ঐশ্বর্যের
দম্ভে।
শূন্য হস্তে আগমন
আর
শূন্য হস্তেই
বিদায়বাণী।
তবে শুধু কেন
রক্তক্ষরণ
সংগ্রাম
হানাহানি।
ধর্ম-বর্ণ-জাতপাতের
হইবে না কি
অবসান?
না হইলে ইহাই
ভবিতব্য
বসুন্ধরা হইবে
শ্মশান।
© Bijoy Kr Das. All
Rights Reserved.
Jeevano ner 3ti dik asa r jawya
ReplyDelete