বাস্তব
বিজয় কুমার দাস
স্বপ্ন বেচার ফেরিওয়ালাটা
হাঁক দেয় মনের অন্দরে।
মন সওদা করে
সেই রঙিন স্বপ্ন।
কিন্তু হায়!
রঙিন স্বপ্নগুলোর রং
খসে খসে পড়তে থাকে
নোনাধরা অট্টালিকার মতো।
মেরামত করার মতো
কারিগরের বড়োই অভাব।
কিন্তু জোড়া তালি দিলে কি
তার রং ফিরে আসে?
স্বর্ণ-বারি স্নাত ব্রোঞ্জের মর্যাদা
যত দিন তার গায়ে স্বর্ণের সুরভী থাকে।
কিন্তু ভিতর থেকে যখন তার
মলিন গাত্রবর্ণ নিয়ে
ব্রোঞ্জ আত্মপ্রকাশ করে,
তখন তার দ্বিধা – যন্ত্রণা – সংকোচ – লজ্জা
হয়তো সহস্রগুণ বর্ধিত হয়।
© Bijoy Kr Das. All
Rights Reserved.
No comments:
Post a Comment