Friday, April 13, 2012

ওরা আসে

ওরা আসে
বিজয় কুমার দাস

এঁদো ডোবার পাশে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা আনমনা,
ন্যাংটো কালচে গায়ে পলেস্তরা ধুলোমাটির।
মুখে একটা আধ চেবানো গাছের পাতা,
ঠোঁটের দুকোন শাদা ......
চোখে পিঁচুটি,
তেল-জল না পড়া মাথাটা কালবৈশাখীর মেঘ।
হাড় বের করা কঙ্কালসার বুকের খাঁচা।
বেমানান কুমড়োসম পেটটাতে সারা রাজ্যের ক্ষুধা......
নাক দিয়ে বের হওয়া সিক্‌নি পরম আনন্দে জিভ দিয়ে ......।
লিকলিকে হাত দুটো এখন ব্যস্ত মাটি কর্ষণে।
এক খামচা মুখের ভিতর গিয়েই নিমেষে হাওয়া।

হিসেব নেই আধবুড়ো ল্যাঙট পরা বাপটার।
প্রতি বছর ওরা আসে একটা একটা করে।
কোনটা বাঁচে, কোনটা ঝরে যায় অকালে।
জলে ভিজে রোদে পুড়ে.........।

বুদ্ধি বিবেকহীন বাপটার কোন নিয়ন্ত্রন নেই,
ভাবে ভগবানের দান।

দিন আনে দিন খায় কথাটাও খাটে না,
ছোট্ট কুঁড়েঘরে মাথা গোঁজার স্থান নেই......
তবু ওরা আসে।





© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment