বাঙালি কাঁকড়া
বিজয় কুমার দাস
এক যে ছিল গরীব চাষি,
বয়স তাহার ঊনআশি।
তার যে নাতি ছিল,
লাঙল চষতে মাঠে গেল।
ক্ষেতে গিয়ে দেখে,
কতক কাঁকড়া সেথা আছে,
কাঁকড়া ধরে রাখার সেথা পাত্র নাহি
পায়,
দাদু বলে কোন সমস্যা নাই।
নাতি জানায় পাত্র কোথা মুড়ির বাটি
ছাড়া।
দাদু জানায় ওটাই উপযুক্ত পাত্র
জানিস না ছোঁড়া।
নাতি বলে ঢাকা ছাড়া থাকবে না তো
মোটে,
দাদু কহে কাঁকড়াগুলি বাঙালি আছে
বটে।
যদি কোন কাঁকড়া চায় যেতে
ঊর্ধ্বপানে,
অন্য সকল কাঁকড়া দেবে পা ধরে
টেনে।
© Bijoy Kr Das. All
Rights Reserved.
No comments:
Post a Comment