Sunday, September 11, 2016

ফিরে নাহি পাব

ফিরে নাহি পাব
বিজয় কুমার দাস

আশার বাণী কথার কথা
চোখে শুধুই জল,
একি কৃতকর্মের ফল
নাকি ভাগ্যবিড়ম্বনার ছল ?

দার্শনিক বলবে হেসে
“ওরে অবুঝ মন,
তোরে কেন বোঝাতে নারি
মিথ্যে বাসনা অনুক্ষণ।

পর্বতমালার উত্তুঙ্গ স্মার্ট
শ্বেত ধবল শৃঙ্গ,
সেও চায় কেবলই হায়
আকাশের অনুষঙ্গ।

তাইতো বলি
আকাশের ঐ নীলিমায় এ মন
বিলিয়ে দিয়ে, হারিয়ে যাওয়ার
স্বপ্ন সন্তর্পণ।

                                   ২৪/০৪/২০০৫





© Bijoy Kr Das. All Rights Reserved.


Unauthorized use or reproduction for any reason is prohibited.



No comments:

Post a Comment