Tuesday, September 24, 2013

বাসন্তিক সজ্জায় প্রিয়া

বাসন্তিক সজ্জায় প্রিয়া
বিজয় কুমার দাস
দুষ্টু-মিষ্টি আমার গ্রাম
          বীরসিংহ তার নাম।
চারদিকে গভীর বন                      
          মাদকতা বহে অনুক্ষণ।
বসন্তের আগমন
          করে আনচান মন।
শাল- মহুয়া ফুলের গন্ধে
          মেতে ওঠে মন নূতন ছন্দে।
পলাশ- শিমূলের রক্তিম রঙে
          রেঙে ওঠে হৃদি তন্বী ঢঙে।
উদাস বাতাস দিক্‌ভ্রান্ত
          দিক্‌চক্রবাল প্রান্ত

গভীর গহন জঙ্গল
          হস্তিদের বিচরণ স্থল।
ল্যাটারাইটের স্তূপ
          বুক করে ধুক্‌-পুক্‌।
ধুক্‌-পুকানির রেশ
          কয়েকটা মাসেই শেষ।
তারপর আসে আবার বসন্ত
          রঙে রূপে প্রিয়া নব জীবন্ত।
     --------------------------- 



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Background photo courtesy : Google Map ( Birsingha, Bankura, W.B. )



No comments:

Post a Comment