Thursday, September 6, 2012

চতুর্ভুজ জালে

It is published on the TheকবিতাClub's  website.

Follow the link 

চতুর্ভুজ জালে
বিজয় কুমার দাস
চাওয়া পাওয়া কামনা বাসনা ঈর্ষার দ্বন্দ্বে
প্রতিকূল ভাগ্যের বঞ্চনাকে চ্যালেঞ্জ,
প্রতিপক্ষ নিরপরাধ স্ত্রৈণ মহেন্দ্র’র “ননীর পুতুল” আশা।
আশা মোহপাশে অন্তর্লীন আবদ্ধ কোমল বিহারী।
বিনোদিনীর কামনাবহ্নিতে অনুরক্ত পতঙ্গ মহেন্দ্র।
কবির ভাষায় – “মনের সংসারের সেই কারখানা ঘরে,
যেখানে আগুনের জ্বলুনি হাতুড়ির পিটুনি থেকে
দৃঢ় ধাতুর মূর্তি জেগে উঠতে থাকে। .........”
অতৃপ্ত বাসনার বহিরঙ্গ কামনা মহেন্দ্র থেকে উত্তরণ বিহারী প্রেমে।
তৃপ্ত বিনোদিনীর মুকুরে স্ব-প্রতিফলনে আবিস্কার পূজামূর্তিতে বিহারী।
“বিহারীকে চাওয়া তার কাছে যতখানি সত্য ছিল,
তাকে ছেড়ে যাওয়াও ততখানি সত্য হয়ে তার অন্তরকে উদ্ভাসিত করল”।
কামনা তাড়িত বিনোদিনী উত্তীর্ণ প্রেম তপস্যায়,
তাই প্রত্যাখ্যাত বিহারী।             
চোখের বালি বড্ড খচ্‌খচ্‌ করে বিঁধে।
            .......................
[ রবীন্দ্রনাথ ঠাকুরের “চোখের বালি”র বিনোদিনী চরিত্র অবলম্বনে। ]




© Bijoy Kr Das. All Rights Reserved.


Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment