Friday, August 10, 2012

প্রতত প্রপঞ্চ

প্রতত প্রপঞ্চ
বিজয় কুমার দাস

লাল মাটির কৃষ্ণকলি দুলোড় মাইনা,
বেখেয়ালী নিতম্বে হিল্লোল ছন্দ।
সূর্যের কাঁচা রোদে যৌবনদীপ্ত দীপ্তি,
অন্তর্বাসহীন দেহে সিক্ত বসন পন্নগসম।
মালঞ্চ সুশোভিত উরোজপুষ্প যুগলে,
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘার দুর্নিবার আহ্বান।
বেলাভূমিতে আছড়ে মরে যৌবন ঢেউ।
ডাগর বক্র আঁখিযুগলে মায়ামৃগের প্রতিচ্ছবি।
নিশিপদ্মের রসাস্বাদনে তুরঙ্গসম উন্মাদমন,
শষ্প আবৃত প্রতত প্রপঞ্চময় এই ধরাধামে।
.....................................................................
[ দুলোড় মাইনা (সাঁওতালি শব্দ)= যুবতী প্রিয়া।]





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment