প্রতত প্রপঞ্চ
বিজয় কুমার দাস
লাল মাটির কৃষ্ণকলি দুলোড় মাইনা,
বেখেয়ালী নিতম্বে হিল্লোল ছন্দ।
সূর্যের কাঁচা রোদে যৌবনদীপ্ত দীপ্তি,
অন্তর্বাসহীন দেহে সিক্ত বসন পন্নগসম।
মালঞ্চ সুশোভিত উরোজপুষ্প যুগলে,
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘার দুর্নিবার আহ্বান।
বেলাভূমিতে আছড়ে মরে যৌবন ঢেউ।
ডাগর বক্র আঁখিযুগলে মায়ামৃগের প্রতিচ্ছবি।
নিশিপদ্মের রসাস্বাদনে তুরঙ্গসম উন্মাদমন,
শষ্প আবৃত প্রতত প্রপঞ্চময় এই ধরাধামে।
.....................................................................
[ দুলোড় মাইনা (সাঁওতালি শব্দ)= যুবতী প্রিয়া।]
© Bijoy Kr Das. All
Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.
No comments:
Post a Comment