Sunday, May 13, 2012

লাটাই ও ঘুড়ির লাঠালাঠি

It was published on the wall of  


লাটাই ও ঘুড়ির লাঠালাঠি
বিজয় কুমার দাস

তোর দৌড় তো সবার জানা,
বেশি ওড়ায় আছে মানা।
যেমন নাচাই তেমন নাচিস,
আমার হাতেই তুই বাঁচিস।
তোর কাজ তো চর্কি কাটা,
কুয়োর ব্যাঙ এর সাঁতার কাটা।
আমি উড়ি আপন মনে,
দেখে বিশ্ব দুনিয়া জনে।
ভারী তো তোর রূপের বাহার,
আমি না হই একটু কদাকার।
রংচঙে ওই জোকারপনা,
ফ্যাসান শো এর প্যাঁকাটি ললনা।
তাই তো ঘুরে মরলি মিছে,
কেবল তাকাস আমার পিছে।
যদি না হই রূপের রাণী,
ষোল আনাই বৃথা জানি।

(  কোরাস : )
দূরত্বটা বাড়লে আরো,
সম্পর্ক হয় আরো দৃঢ়।
মাঝে সুতোর ব্যবধান,
সেটা না হলে আরো অসম্মান।
ভোঁ–কাট্টা বলবে লোকে,

দুশ্চরিত্রা কবে নিন্দুকেতে।






© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment