অগ্ন্যুৎপাত
বিজয় কুমার দাস
ভলক্যান
.....
না,
দশম গ্রহ নয়।
তারুণ্যের
বহিঃপ্রকাশ।
এই
আগ্নেয়গিরী জীবন্ত।
ইতালির
ভিসুসিয়াসের মতো অবিরাম নয়,
জাপানের
ফুজিয়ামার মতো সুপ্ত নয়।
মায়ানমারের
পোপোর মতো মৃত নয়।
স্টোম্বলির
মতো সবিরাম।
নিয়মিত
হয়ে চলেছে অগ্ন্যুৎপাত।
প্রথম
অগ্ন্যুৎপাতের প্রাক্কালে হয়েছিল প্রবল আলোড়ন।
উৎক্ষিপ্ত
লাভা – ভস্ম - শিলাচুর্ণ - প্রস্তরখন্ড,
হাইড্রোজেন
- কার্বন ডাই-অক্সাইড - গন্ধক বাষ্প,
হাইড্রোক্লোরিক
অ্যাসিড বাষ্প - জলীয় বাষ্প।
ঢেকে
দিয়ে যায় গাছপালার জঙ্গল।
রেখে
যায় ক্যাল্ডেরা।
সময়
বয়ে যায় কালের স্রোতে।
অবশেষে
পরিণতি মৃত আগ্নেয়গিরী......
অবসাদগ্রস্ত
জীবন।
Solftara,
Mofettes, Fumarola -এর উদয়।
© Bijoy Kr Das. All
Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.
No comments:
Post a Comment