Friday, July 6, 2012

আকাশ শামিয়ানা ............... (সপ্তক - ৬)

আকাশ শামিয়ানা
বিজয় কুমার দাস
আসমানী-রং বুকে ধরে পথ চলে ওই আকাশ,
অসীম শূন্য পাষাণ বুকে কেবলই দীর্ঘশ্বাস।
শ্রান্তিহীন ক্লান্তিহীন নিস্তব্ধ নিগূঢ় ভাষা,
মনে জাগায় নিদারুণ আশা।
নেই কোনো সীমানা,
নেই তুলনা,
শামিয়ানা।





© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment