Friday, April 13, 2012

রাহুগ্রাস ............(Sonnet - চতুর্দশপদী কবিতা)


এই লেখাটি The কবিতা Club এ 20/10/2012 তে  Choice of the day নির্বাচিত হয়েছিল 
রাহুগ্রাস ( চতুর্দশপদী কবিতা )
         ----- বিজয় কুমার দাস
মুকুরে মূরতি ধরি বিফল যতনে।
না পাইয়া স্পর্শ তব মরীচিকা ভ্রমে।
জিজ্ঞাসে কি বা পরিচয় তব ; উত্তর
না পাইয়া মৌন সে দর্পণ আচম্বিতে
জিজ্ঞাসে। কঠিন প্রশ্নবানে জর্জরিত
হৃদয় যেমতি তৃতীয় পাণ্ডব রণে
করিয়াছিল ভীষ্মে শরশয্যা ; তদৃশ
ক্ষতবিক্ষত হৃদয় শোকাকুল বন্যা
সম আচ্ছন্ন সর্বদা দুঃখ রাহুগ্রাসে।
শতবাহু বিস্তার সম্ভবা আশালতা
মরিল শুখায়ে। বদ্ধ পিঞ্জরে বিহগ
যেমতি কাকুতি উড়িবারে মুক্তাম্বরে,
খেচর সম মম মন চাহে এ খ’য়ে
কেলিতে জলদ সনে ভ্রমিতে অম্বরে।
          -------------------



© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment