Friday, November 15, 2013

তোর আমি

তোর আমি
বিজয় কুমার দাস
যদি বাহু মেলাতে চাস্‌
     সুখেই কাটবে বারোমাস।
দেখাস্‌ না আর অমন ছল
     ডুবে খেলিস গভীর জল।
খেয়ালী ইচ্ছেরা আজ স্বাধীন
     স্বপ্ন-কল্প চির রঙিন।
বুকের উপর ছড়ানো কেশ
রয়েই যাবে মধুর রেশ।
কোটি চুমোতে ভরবে অধর
     থাকবি তুই স্বপন বিভোর।
তখন বুঝবি কেমন আমি
     দেখবি আমার পাগলামি।
দেখিস্‌ কেমন যতন তোর
ঘুমঘোরে কাটবে ভোর।
তোর পাশেতেই থাকব আমি
     ভাঙাব ঘুম চক্ষু চুমি।
আঁকব কোমল বুকের পর
     উষ্ণ ঠোঁটের সীলমোহর।

© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment