Thursday, November 8, 2012

অভিমানিনী আলো



অভিমানিনী আলো
বিজয় কুমার দাস

বৃষ্টির অনুপস্থিতিতে
আমি একদিন মাকে বললাম
তুমি ‘বৃষ্টি’কে কেন এতো ভালবাস মা ?                               
কেন আমাকে নয় ?
ও আসলেই তুমি কেমন সবুজ হয়ে ওঠো।
মা বললেন – “তোকেও তো খুব ভালবাসি মা,
বৃষ্টিকে গায়ে মেখে নিই ......
তবে তুই-ই আমার মুখ উজ্জ্বল করিস”।
আমি বললাম, বৃষ্টির সকল দোষ
না জানি কেন তুমি আপোষ করে নাও,
আমি একটু কাছে এলেই
আঁচলে মুখ ঢাকো।      
‘আকাশ’ শুনছিল কথাগুলো।
সে তার উদারতা দিন দিন প্রশস্ত করেই চলেছে।
সে বলল – “আমি আর মা মেয়ের অভিমান-কোন্দলে নেই”।
“বাপি তুমি না ............”।

হঠাৎ আমি দুষ্টুমি করে বললাম
“আচ্ছা বাপি তুমি কাকে ভালবাস ?”
কঠিন প্রশ্ন !
“তোকে অবশ্যই,
তোর জন্যেই এতো নীলিমা মা।
আলোর অনুপস্থিতিতে আমি একেবারেই দিশেহারা,
তোর মুখ দেখলেই মনে প্রশান্তি আসে
আমি নীল শূন্যে হাসি
আর তোকেই বেশি ভালবাসি”।
আমি বললাম – “তবে বৃষ্টিকে বুকে ধরে রাখো কেন ?”
বাপি বলল - “তোর মা তো ওকে
সবসময় কাছে পায়না তাই
আমিই আমার বুকে ওকে আগলে রাখি।
তবে তোরা দু’জনেই যখন হেসে উঠিস একসাথে
তখন আমি রামধনু রঙে রাঙিয়ে নিই নিজেকে।
তোর মা ‘বসুন্ধরা’ও আনন্দে আত্মহারা হয়ে বলে –

‘এই না হলে আমাদের মেয়ে’ !!!” 



© Bijoy Kr Das. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment